হিজলা প্রতিনিধি।।
বরিশালের হিজলা উপজেলার বড়জালিয়া ইউনিয়নের শ্রীপুর গ্রামের বাসিন্দা, খুন্না বাজারের ওয়ার্কশপ ব্যবসায়ী জাকির খান (৩০) মুনছুর আলী খান। গত শনিবার ৪ ডিসেম্বর সন্ধায় ঢাকার উদেশ্যে রওনা হয়ে নিখোঁজ হয়েছেন ৬ দিন পার হয়ে গেলেও খোঁজ নেই তার। নিখোঁজ জাকিরকে একনজর দেখার অপোয় আকুল হয়ে আছেন তার দুই সন্তান ও স্ত্রী। বাড়ির আঙিনায় বসে প্রতীায় দিন কাটছে স্ত্রী সন্তানরা।
নিখোঁজ জাকিরের স্ত্রী মাহিনুর বেগম জানায় ব্যবসায়িক কাজে গত শনিবার ঢাকা যায় যাওয়ার পর থেকেই তার মোবাইল ফোন বন্ধ রয়েছে। কোথায় আছে কিভাবে আছে আমরা কিছুই জানিনা। এমনকি আমি হিজলা থানায় সাধারন ডাইরি করতে গিয়েও করতে পারলাম না। ওসি স্যারে বলছে ঢাকার বংশাল থানায় সাধারন ডাইরি করতে হবে। আমার ২ টি বাচ্চা নিয়ে কিভাবে ঢাকায় যাব আমি তো কিছুই চিনিনা। এমনকি আমি ৯৯৯ এ ফোন দিয়ে তাকে পাওয়া যাচ্ছে না জানিয়ে ছিলাম সেজন্য ওসি স্যারে আমার সাথে অনেক খারাপ ব্যবহার করেছে।
হিজলা থানার অফিসার ইনচার্জ মো: ইউনুছ মিয়া কাছে কেন সাধারন ডাইরি করা হচ্ছে না জানতে চাইলে জানায় মোবাইলের লাস্ট লোকেশন ঢাকা বংশাল থানা এলাকায় দেখা যায় সে জন্য ঐ থানায় সাধারন ডাইরি করতে হবে।