শ্রীমঙ্গল উপজেলা প্রতিনিধি::
মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলায় ছিন্নমূল ও অন্যান্য মানুষের মাঝে মিষ্টি মুখ করে “মুক্তিযুদ্ধের চেতনায় তারুণ্যের উদ্দীপনায়, সমাজসেবায় নিয়োজিত স্বেচ্ছাসেবী সংগঠন” এই প্রতিপাদ্যকে সামনে রেখে শ্রীমঙ্গল তরুণ পরিষদ নামে একটি সামাজিক সংগঠনের শুভ উদ্বোধন অনুষ্ঠিত। সোমবার (১লা নভেম্বর) বিকেলে শহরের স্টেশন প্লাটফর্মে সংগঠনের প্রধান উপদেষ্টা ও উপজেলার বিশিষ্ট সাংবাদিক ও সমাজসেবক কে এস এম আরিফুল ইসলাম ২১ সদস্য বিশিষ্ট একটি কমিটি ঘোষণা করে ছিন্নমূল মানুষের মাঝে মিষ্টি মুখ করে সংগঠনটির শুভ উদ্বোধন করেন। এসময় উপস্থিত ছিলেন সংগঠনের নবগঠিত কমিটির সভাপতি মোঃ আরিফ হোসেন, সিনিয়র সহ-সভাপতি পারভেজ আহমেদ, সহ সভাপতি রিফাত আহমেদ, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল যোবায়ের, যুগ্ম সাধারণ সম্পাদক ইউসুফ আলী, সাংগঠনিক সম্পাদক আব্দুর রহমান শান্ত, অর্থ সম্পাদক সাগর ইসলাম, প্রচার ও প্রকাশনা সম্পাদক নাঈম ইসলাম, দপ্তর সম্পাদক ইমন মিয়া, মহিলা বিষয়ক সম্পাদক খাদিজা আক্তার সুমি, সমাজ কল্যাণ সম্পাদক আতিকুল ইসলাম আতিক, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মোঃ হাসান, ধর্ম বিষয়ক সম্পাদক সৈয়দ সাব্বির আল মাদানী, ত্রাণ বিষয়ক সম্পাদক সৌরভ দাশ অর্প, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক জিহাদ আহমেদ, সদস্য মাহফুজ আহমেদ, সদস্য আল আমিন, সদস্য শাহান আহমেদ সহ প্রমুখ।