নিজেস্ব প্রতিবেদক::
ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি ও বরিশালের বাবুগঞ্জ উপজেলার কৃতি সন্তান আল-নাহিয়ান খান জয়ের সৌজন্যে এতিম ও কোরআনের হাফেজদের কোরআন শরিফ কম্বল প্রদান করা হয়েছে। বুধবার ২৬ জানুয়ারি উপজেলার বাহেরচরে তালিমুল কোরআন মাদ্রাসা ও এতিমখানায় জয়ের পক্ষ থেকে পাঠানো ওই কোরআন শরিফ ও কম্বল বিতরণ করেন ছাত্রলীগের মানবিক নেতা হিসেবে পরিচিত আবিদ আল সাকিব ও রাজিব হোসেন। এসময় বাহেরচর তালিমুল কোরআন মাদ্রাসা ও এতিমখানার পরিচালক শিক্ষকরা উপস্থিত ছিলেন। ছাত্রলীগ সভাপতি আল-নাহিয়ান খান জয়ের পক্ষ এর আগেও এই প্রতিষ্ঠানে বিভিন্ন সাহায্য-সহযোগিতা ব্যবস্থা করা হয়েছিল।