আবদুর রউফ, চৌদ্দগ্রাম।
কুমিল্লার চৌদ্দগ্রামে কাশের সিরাপের বদলে ভুলক্রমে কীটনাশক পান করে জোসনা বেগম (৫২) নামে এক বৃদ্ধা নারী নিহত হয়েছে। নিহত জোসনা বেগম উপজেলার চিওড়া ইউনিয়নের বেরলা গ্রামের মো: রফিকুল ইসলামের স্ত্রী। তিনি তিন পুত্র ও এক কন্যা সন্তানের জননী। রোববার রাতে বিষয়টি নিশ্চিত করেন চৌদ্দগ্রাম থানার উপ-পরিদর্শক লিটন চাকমা।
জানা গেছে, রোববার (০৭ এপ্রিল) ইফতারের পর কাশের সিরাপ খেতে গিয়ে ভুলক্রমে নিজ ঘরের কাঠের তাকের উপর রাখা পোকা মারার কীটনাশক পান করলে জোসনা বেগম গুরুতর অসুস্থ হন। পরে পরিবারের লোকজন বিষয়টি বুঝতে পেরে তাকে দ্রুত চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। হাসপাতালের চিকিৎসক তাৎক্ষণিক চিকিৎসা দেয়া সহ তাকে বাঁচানোর আপ্রাণ চেষ্টা করেও ব্যর্থ হন। পরে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে নিহতের স্বামী রফিকুল ইসলাম সাংবাদিকদের জানান, ‘ইফতার ও মাগরিবের নামাজ শেষে কাশের ঔষধ খেতে গিয়ে ভুলক্রমে ঘরে থাকা কীটনাশক পান করে ফেলায় অসুস্থতা বোধ করলে আমার স্ত্রী জোসনা বেগমকে হাসপাতালে নিয়ে আসি। পরে কর্তব্যরত চিকিৎসক আপ্রাণ চেষ্টা করেও তাকে বাঁচাতে পারেননি।’
নিহতের ছেলে দিদারুল ইসলাম বলেন, ‘আমার মা ভুল করে পোকা মারার ঔষধ খেয়ে ফেলেছে। পরে আমরা বিষয়টি বুঝতে পেরে উনাকে হাসপাতালে নিয়ে আসি। ততক্ষণে অনেক দেরী হয়ে গেছে। কর্তব্যরত চিকিৎসক আমার মাকে মৃত ঘোষনা করেছে। থানা পুলিশ ঘটনাস্থলে এসেছে। আইনী প্রক্রিয়া শেষ করে বাড়িতে নিয়ে যাবো।’
এ বিষয়ে চৌদ্দগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) ত্রিনাথ সাহা জানান, ‘ভুলক্রমে বিষপানে হাসপাতালে এক মহিলার মৃত্যুর সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পৌঁছেছে। আইনী প্রক্রিয়া শেষে স্বজনদের নিকট লাশ হস্তান্তর করা হবে।’