হিজলা প্রতিনিধিঃ
হিজলা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আলতাফ হোসেন এর শেষ বিদায় অনুষ্ঠান সম্পন্ন করা হয়েছে। আজ ১৬ই মার্চ দুপুর ১২টা ৩০ মিনিটে উপজেলা পরিষদ মাঠে স্থানীয় সাংসদ পংকজ নাথ, উপজেলা পরিষদ, প্রশাসন ও রাজনৈতিক দলের নেতৃবৃন্দ মরহুম আলতাফ হোসেন এর মরদেহে পুষ্পার্ঘ্য অর্পণ এর মাধ্যমে শ্রদ্ধাজ্ঞাপন করেন।
দুপুর ২টায় স্থানীয় ডাঃ খাদেম হোসেন মাধ্যমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে হাজারো জনতার অংশগ্রহণে তার শেষ জানাজা নামাজ অনুষ্ঠিত হয়েছে। এসময় বরিশাল ৪ হিজলা মেহেন্দীগঞ্জ আসনের সাংসদ পংকজ দেবনাথ, তার প্রিয় কর্মীর বিভিন্ন দিক তুলে ধরে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন। এছাড়াও বক্তব্য রাখেন গুয়াবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহজাহান তালুকদার, বড়জালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এনায়েত হোসেন হাওলাদার, হিজলা গৌরব্দী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নজরুল ইসলাম মিলন, মেমানিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাষ্টার নাসির উদ্দীন হাওলাদার, হরিনাথপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তৌফিকুর রহমান সিকদার, হিজলা উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি মাষ্টার ইসমাইল হোসেন, ইকবাল হোসেন মাতুব্বর হিজলা উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আলতাফ মাহমুদ দিপু, পন্ডিত সাহাবুদ্দিন আহমেদ।
জানাজা নামাজ শেষে তার পারিবারিক কবরস্থানে মায়ের কবরস্থানের পাশে তার দাফন সম্পন্ন করা হয়েছে। মরহুম আলতাফ হোসেন এর ৫৭ বছর এর জীবন ছিলো বর্নাঢ্য।
রাজনৈতিক ক্যারীয়ারে ছাত্রলীগ সেচ্ছাসেবক লীগ ও আওয়ামী লীগের গুরুত্বপূর্ণ পদে অধিষ্ঠিত ছিলেন তিনি । গত ২ বছর যাবত লিভার সিরোসিসে আক্রান্ত আলতাফ হোসেন গতকাল রাত আনুমানিক ৯টা ২০ মিনিটে মৃত্যুকালে তার পরিবারে ২ ছেলে ১ মেয়ে ও স্ত্রী সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।