বাগেরহাট প্রতিনিধি।।
বাগেরহাটের চিতলমারীতে ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ সন্তোষপু মাধ্যমিক বিদ্যালয়ের ৪৭ তম বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার শুভ উদ্বোধন করা হয়েছে।
শনিবার সকাল ১০ টায় জাতীয় পতাকা ও ক্রীড়া পতাকা উত্তোলন ও বেলুন উড়িয়ে দুই দিন ব্যাপী এ ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার শুভ উদ্বোধন করেণ চিতলমারী উপজেলা নির্বাহী অফিসার মোঃ আসমত হোসেন ও বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি ধ্রুব মজুমদার। ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় শুভেচ্ছা বক্তব্য রাখেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক লিপি হাজরা। এ সময় ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার সভাপতি সুশান্ত মজুমদারের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সন্তোষপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি রসুল মাঝি, সাধারণ সম্পাদক হরেন্দ্রনাথ শিকদার, বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সদস্য মোশারেফ মাঝি, হারুণ গাজী, সাইদুর রহমান, জাহাঙ্গীর শেখ। এ সময় বিদ্যালয়ের সকল শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। দুই দিন ব্যাপী ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা শেষে অতিথিরা বিভিন্ন ইভেন্টে বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন।
ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতাটি সার্বিক পরিচালনায় ছিলেন বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক সুশান্ত কুমার হালদার, শিক্ষক প্রতিনিধি অলোক কুমার মজুমদার ও ব্যবস্থাপনা কমিটির সদস্যবৃন্দ