চিতলমারী প্রতিনিধি।।
ভরবো মাছে মোদের দেশ গড়বো স্মার্ট বাংলাদেশ’¯স্লোগানে শোভাযাত্রা, আলোচনা সভা ও মাছের পোনা অবমুক্ত করণের মধ্য দিয়ে চিতলমারীতে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন করা হয়েছে।
বুধবার সকাল ১১টায় উপজেলা পরিষদ অডিটরিয়ামে ইউএনও মোঃ আসমত হোসেনর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু জাফর মোঃ আলমগীর হোসেন সিদ্দিকী, বিশেষ অতিথি ছিলেন মহিলা ভাইস চেয়ারম্যান সুলতানা মল্লিক,বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ সিফাত- আল- মারুফ স্বাগত বক্তব্য রাখেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা শেখ আসাদুল্লাহ এসময় চিতলমারী সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব নিজাম উদ্দীন শেখ সহ বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং মৎস্যজীবীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে ক্লাস্টার ভিত্তিক চিংড়ী উৎপাদন কারী সংগঠন পরিচালনায় অবদানের স্বীকৃতিস্বরূপ ১৬জন এবং মানসম্মত গলদা চিংড়ীর পিএল উৎপাদন ও সরবরহে অবদান রাখায় ১ ব্যাক্তিকে আনুষ্ঠানিক ক্রেস্ট প্রদান করা হয়। এর আগে উপজেলা পরিষদের পুকুরে মাছের পোনা অবমুক্ত করেন অতিথিরা।