সাগর মন্ডল,
বাগেরহাটের চিতলমারী উপজেলার কৃতি সন্তান জাতীয় গণতান্ত্রিক পার্টি জাগপা’র কেন্দ্রীয় মহাসচিব আলহাজ¦ এস এম শাহাদাত শিকদারকে গণ সংবর্ধনা প্রদান করা হয়েছে। ১৭ ( আগষ্ট) শনিবার বেলা ১টায়, ঢাকা থেকে সড়ক পথে আসার সময় মোল্লাহাট সেতু পার হলে শতশত উৎসুক মানুষ তার গলে ফুলের মালা পরিয়ে বরণ করে নেন। মোল্লাহাট থেকে মটর সাইকেলের একটি বিশাল বহর নিয়ে তিনি নালুয়া বাজার হয়ে বড়গুনির পাগলা বাজারে গিয়ে বিএনপির কেন্দ্রীয় ও উপজেলা নেতাকর্মীর এক পথ সভায় মিলিত হন। সেখান থেকে উপজেলার চিংগুড়ী গ্রামের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বীর শহীদ জসিম ফকিরের কবর জিয়ারতে শরীক হন।
এসময় উপস্থিত ছিলেন বিএনপি’র সাবেক সংসদ সদস্য শেখ মুজিবুর রহমান, জেলা বিএনপি নেতা কামরুল ইসলাম গোরা, উপজেলা বিএনপির আহবায়ক মোমিনুল হক টুলু, সদস্য সচিব আহসান হাবিব ঠান্ডাসহ সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ। এবং বিএনপির শরীক দল জাগপা’র নেতৃবৃন্দ।
সেখান থেকে বিকাল ৫টায় জাগপা’র কেন্দ্রীয় মহা সচিব তার বহর নিয়ে চিতলমারী সদর বাজাওে পৌঁছেন এবং এলাকার সাধারণ জনগনের সাথে কুশল বিনিময় করেন। অত:পর কেদ্রীয় শহীদ মিনারে এসে তিনি বলেন, আমি আপনাদের সন্তান আমি আপনাদের পাশে দাঁড়াতে চাই। দল থেকে মনোনয়ন দিলে আমি এই আসনে জাতীয় সংসদ নির্বাচনে অংশ গ্রহন করতে চাই। আমি নির্বাচিত হলে বেকারদের চাকুরির ব্যবস্থাসহ প্রতিটা সেক্টরে উন্নয়নমূলক কাজ করে এ আসনের মানুষের কাছে একটি দৃষ্টান্ত স্থাপন করবো। সকলে আমার জন্য দোয়া করবেন। অনুষ্ঠান পরিচালনা করেন বিএনপি নেতা মোঃ বাদশা মুন্সী।