নিজেস্ব প্রতিবেদক (পটুয়াখালী)
পটুয়াখালীর দশমিনা উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে ভয়াল ২১ আগস্ট গ্রেনেড হামলায় আলীপুরা ইউনিয়নের পশ্চিম আলীপুরা গ্রামের মতলেব মৃধার ছেলে নিহত মামুন মৃধার স্মরণে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। শনিবার সকাল ১০টার সময় (২১আগস্ট) গ্রেনেট হামলায় নিহত মামুনের স্মরনে শ্রদ্ধা নিবেদন করা হয় । উপজেলার পশ্চিম আলীপুরা গ্রামের নিহত মামুন মৃধার বাড়ির সামনের সড়কে দোয়া ও আলোচনা সভার আয়োজন করা হয়। সভায় উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও বাঁশবাড়িয়া ইউপি চেয়ারম্যান কাজী আবুল কালামের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা কাজী আলমগীর, পটুয়াখালী জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ভিপি আবদুল মান্নান, পটুয়াখালী-৩ সংসদ সদস্য এসএম শাহজাদা( এমপি ) এবং দশমিনা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাড, ইকবাল মাহামুদ লিটন প্রমূখ। সভা শেষে ২১ আগস্ট গ্রেনেড হামলায় নিহতদের স্মরণে মিলাদ, মাহফিল, দোয়া ও মোনাজাত করা হয়। এ সময় জেলা, উপজেলা, বিভিন্ন ইউনিয়ন আওয়ামী লীগ, ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।