গৌরনদী প্রতিনিধি ॥
বরিশালের গৌরনদী উপজেলার হোসনাবাদ বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগীতা অনুষ্ঠানের বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে।
রোববার বিকেলে বিদ্যালয় মাঠে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও ম্যানেজিং কমিটির সভাপতি মুহাম্মদ কামাল হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন পৌর মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক মোঃ হারিছুর রহমান। বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবু আবদুল্লাহ খান, সরিকল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফারুক হোসেন মোল্লা, ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মেজবা উদ্দিন আকন, উপজেলা আওয়ামীলীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক সরদার হালিম, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক সৈয়দ মাহবুব আলম ও সমাজসেবক মোঃ আনিছুর রহমান।