গৌরনদী প্রতিনিধি।। ঠাণ্ডা বাতাসের দাপট আর মাঝে মাঝে অসময়ের বৃষ্টি মিলে শীত জেঁকে ধরেছে সবাইকে । হিম হিম ঠাণ্ডা আর কুয়াশায় নাকাল জনজীবন। শীতের এই তীব্রতা বেশি কাবু করে নিম্ম আয়ের মানুষকে। শীতার্ত অসহায় ও দুস্থ মানুষের উষ্ণতা দিতে সামাজিক দায়বদ্ধতা থেকে পাশে দাঁড়াল ফরিদ উদ্দিন আহমেদ ও শামসুন্নাহার রানী ফাউন্ডেশন। গত কাল বৃহস্পতিবার নিজ বাড়ীতে অসহায় ও দুস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন ।
প্রতি বছরের ন্যায়ে গৌরনদী উপজেলার সরিকলে ফরিদ উদ্দিন আহমেদ ও শামসুন্নাহার রানী ফাউন্ডেশনের উদ্যোগে। সরিকলের বিভিন্ন স্থানে ৩০০ দুস্থ ও শীতার্তদের মাঝে কম্বল বিতরনী করেন । এসময় উপস্থিত ছিলেন সরিকল ইউনিয়ন যুবলীগ সভাপতি বিশিষ্ট সমাজসেবক ও ফাউন্ডেশনের কার্যকরী পরিষদের সাধারণ সম্পাদক মোঃ জানে আলম, সরিকল ইউনিয়ন ৩নং ওয়ার্ড ইউপি সদস্য হারুন আকন, ৫নং ওয়ার্ড ইউপি সদস্য আবুল কালাম খান, গৌরনদী রিপোর্টার্স ইউনিটি যুগ্ম-সাধারণ সম্পাদক শামীম মীর, ইউনিয়ন যুবলীগ সমবায় বিষয়ক সম্পাদক সিহাব উদ্দিন ,ফরিদ উদ্দিন জামে মসজিদ কমিটি কোষাধক্ষ্য মোহাম্মদ হালিম মোল্লা, ঈমান আলী প্রমুখ।
শীতবস্ত্র বিতরণকালে অসহায় মানুষের উদ্দেশে ইউনিয়ন যুবলীগ সভাপতি বিশিষ্ট সমাজসেবক ও ফাউন্ডেশনের কার্যকরী পরিষদের সাধারণ সম্পাদক মোঃ জানে আলম বলেন, আমরা আপনাদের ঘরের সন্তান। এই শীতে আপনারা অমানবিক কষ্ট করবেন, তা মেনে নেয়া যায় না। আপনাদের প্রতি বুকভরা ভালোবাসা, শ্রদ্ধাবোধ, সম্মান ও সহমর্মিতা নিয়ে আমরা এখানে ফরিদ উদ্দিন আহমেদ ও শামসুন্নাহার রানী ফাউন্ডেশনের নিজ অর্থায়নে শীতবস্ত্র নিয়ে এসেছি, পরিবারের সদস্য হিসেবে আপনাদের পাশে দাঁড়াতে চাই।