কুষ্টিয়া প্রতিনিধিঃ
পবিত্র ঈদুল আযহা উপলক্ষে প্রধানমন্ত্রীর ঈদ উপহার হিসাবে কুষ্টিয়া সদর উপজেলার গোস্বামী দুর্গাপুর ইউনিয়নে ভিজিএফ’র চাল বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
এতে এ ইউনিয়নটি ৬শত ৭৩টি কার্ড বরাদ্দ পায়। ইউনিয়ন চেয়ারম্যান ও সদর উপজেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক লাল্টু রহমান এলাকার দরিদ্র, অসহায় ও দুস্থদের বাড়িতে খোজ নিয়ে প্রাপ্য ব্যক্তিদের নামের তালিকা করেন।
বরাদ্দকৃত তালিকা অনুযায়ী বৃহস্পতিবার (১৩জুন) সকাল ৯টার দিকে ইউনিয়ন পরিষদ কার্যালয়ে চেয়ারম্যান লাল্টু রহমান ভুক্তভোগীদের মাঝে জনপ্রতি ১০ কেজি চাল বিতরণের শুভ উদ্বোধন করেন। এবং পরিদর্শন করেন কুষ্টিয়া সদর উপজেলার ট্যাগ অফিসার নাজিরা সুলতানা। বিতরণকালে উপস্থিত ছিলেন, ইউনিয়ন পরিষদের নির্বাচিত সকল সদস্য ও ইউনিয়ন আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের নেতৃবৃন্দ।
এসময় লাল্টু রহমান বলেন, বর্তমান সরকারের প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা গরীব অসহায় ও দুস্থদের সরকার, মমতাময়ী মা। পবিত্র ঈদুল আজহার আনন্দ সবাই ভাগাভাগি করতে পারে সে কারণে ঈদের আগেই দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মাধ্যমে মানবিক সহায়তা কর্মসূচীর আওতায় প্রধানমন্ত্রীর ঈদ উপহার হিসেবে বিনামূল্যে ভিজিএফ এর চাল বিতরণ করা হয়েছে। এসময় প্রতি জনকে ১০ কেজি করে চাল প্রদান করা হয়।