গাইবান্ধা প্রতিনিধিঃ
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার মহিমাগঞ্জ পুনতাইড় গাছবাড়ী সোনালী রুদ্র ক্লাবের উদ্যোগে পুনতাইড় গাছবাড়ী ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। আজ ৯ অক্টোবর (শনিবার) বিকেলে মহিমাগঞ্জ উচ্চ বিদ্যালয় মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়। শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদ উপজেলা শাখার সভাপতি গোলাম কাদির মিঠু’র সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ গোবিন্দগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক সাবেক পৌরসভার মেয়র আতাউর রহমান সরকার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সম্পাদক মিয়া আসাদুজ্জামান হিরু, মানব বিষয়ক সম্পাদক আনিছুর রহমান, পৌর আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক আযম সরকার, মহিমাগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মুন্সী রেজওয়ানুর রহমান। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মহিমাগঞ্জ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক দীপক কুমার দেবনাথ, উপজেলা ছাত্রলীগের যুগ্ন আহবায়ক ফরহাদ আলী প্রমূখ। খেলায় পুনতাইড় গাছবাড়ী একাদশ ১-০ গোলে শিবপুর ভিটা শাখইলকে হারিয়ে চাম্পিয়ন হয়। প্রধান অতিথি বিজয়ী ও রার্নাস আপ দলের হাতে পুরুস্কার তুলে দেন।