গাইবান্ধা প্রতিনিধিঃ
গাইবান্ধার গোবিন্দগঞ্জে আজ শনিবার উপজেলা প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের গাইবান্ধা জেলা কার্যালয়ের আয়োজনে গোবিন্দগঞ্জ উপজেলা পরিষদ হলরুমে মাদক পরিস্থিতি পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথী- হিসেবে বক্তব্য রাখেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মহাপরিচালক ( অতিরিক্ত সচিব) জনাব মোঃ আব্দুস সবুর মন্ডল পিএএ। বিশেষ অতিথী-হিসেবে বক্তব্য রাখেন গোবিন্দগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জননেতা আব্দুল লতিফ প্রধান,গাইবান্ধা অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক জনাব সাদেকুর রহমান,গোবিন্দগঞ্জ পৌর মেয়র মুকিতুর রহমান রাফি,গাইবান্ধা জেলা র্যাব ক্যাম্পের অতিরিক্ত পুলিশ সুপার আব্দুর রাজ্জাক খান।গোবিন্দগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার আবু সাইদের সভাপতিত্বে ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার জহিরুল ইসলামের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন রংপুর বিভাগ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ পরিচালক মাসুদ রানা,গোবিন্দগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শরিফুল ইসলাম তাজু, গোবিন্দগঞ্জ থানা অফিসার ইনচার্জ একেএম মেহেদী হাসান ,ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বৃন্দ, সাংবাদিক বৃন্দ, শিক্ষক বৃন্দ ,ও গোবিন্দগঞ্জ উপজেলা প্রশাসনের কর্মকর্তা বৃন্দ সহ সকল শ্রেনীর পেশার মানুষ