গাইবান্ধা প্রতিনিধিঃ
গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলার ৯নং হরিরামপুর ইউনিয়নের ধুন্দিয়া গ্রামে ৩০শে অক্টোবর শনিবার রাতে আগুনে পুড়ে নূরজাহান বেগম (৩৩) নামে এক গৃহবধূর মৃত্যূ হয়েছে। নূরজাহান বেগম ওই গ্রামে ইউনুস আলীর স্ত্রী। রোববার (৩১ অক্টোবর) বিকেলে ঘটনাস্থল পরিদর্শন করেন, গোবিন্দগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল লতিফ প্রধান, উপজেলা নির্বাহী অফিসার আবু সাঈদ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার জহিরুল ইসলাম ও স্থানীয় সংসদ সদস্যের পিএ খায়রুল ইসলাম। তাদের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত পরিবারকে ৩০ হাজার টাকা সহায়তা দেওয়া হয়। স্থানীয়রা জানান, শনিবার (৩০ অক্টোবর) দিনগত গভীর রাতে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে ওই দম্পতির বাড়িতে আগুন লাগে। খবর পেয়ে স্থানীয় ফায়ার সার্ভিস কর্মীরা পৌঁছার আগেই বাড়ির সর্বস্ব পুড়ে ছাই হয়ে যায়। এবং তার গোয়াল ঘরে থাকা গরু হাঁস, মুরগিসহ ঘরে থাকা আসবাব পত্র আগুনে পুড়ে যায়। এসময় ঘরে সংসারিক কাজে ব্যস্ত নুরজাহান বেগম আগুনে ঝলসে যান। তাকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ ভর্তি করা হলে সেখানেই চিকিৎসাধীন অবস্থায় রোববার দুপুরে তিনি মারা যান। হরিরামপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শাহজাহান আলী সাজু বিষয়টি নিশ্চিত করেছেন।