স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ :
গোপালগঞ্জের মুকসুদপুরে রোলার চাপায় বিদ্যুৎ মন্ডল (২৫) নামে এক যুবক নিহত হয়েছে।
আজ রবিবার (৮ সেপ্টেম্বর) দুপুরে মুকসুদপুর উপজেলার উজানী ইউনিয়নের রাহুথড় বাজার এলাকায় এ দূর্ঘটনা ঘটে।
মুকসুদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আশরাফুল আলম বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত বিদ্যুৎ মন্ডল মুকসুদপুর উপজেলার উজানী ইউনিয়নের বেদগ্রামের সুশেন মন্ডলের ছেলে।
স্থানীয়রা জানায়, বিদ্যুৎ মন্ডল রাহুথড় বাজারের রাস্তার পাশে দাঁড়িয়ে ভ্যানে কাঠ তুলছিলেন। এসময় সেতুর উপর থেকে আসা ফরিদপুরের এক ঠিকাদারের রোলার তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই সে নিহত হয়। পরে স্থানীয়রা রোলার চালককে আটক করে পুলিশে হস্তান্তর করে।
ওসি মোহাম্মদ আশরাফুল আলম জানান, রোলার চাপায় নিহত ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। #