স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ :
গোপালগঞ্জের কাশিয়ানীতে বিদ্যুতস্পর্শে এনায়েত মোল্লা (২৮) নামে এক নসিমন চালক নিহত হয়েছেন।
আজ শুক্রবার (২৩ আগস্ট) সকালে কাশিয়ানী উপজেলার নিজামকান্দি ইউনিয়নের তালতলা গ্রামে এ দূর্ঘটনা ঘটে।
গোপালগঞ্জ সদর থানার উপ-পরিদর্শক (এসআই) বিপ্লব কুমার দাস বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।
নিহত এনায়েত মোল্লা কাশিয়ানী উপজেলার নিজামকান্দি ইউনিয়নের তালতলা গ্রামের মুনসুর মোল্লা ছেলে।
উপ-পরিদর্শক (এসআই) বিপ্লব কুমার দাস জানান, সকালে নসিমন ধোয়ার জন্য এনায়েত মোল্লা বাড়ীর পানির মটরের সুইচ দিতে গেলে বিদ্যুতায়িত হন। পরে স্থানীয়রা তাকে মারাত্মক আহতাবস্থায় উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০-শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিসক তাকে মৃত ঘোষণা করেন।
তিনি আরো জানান, পরিবারের আবেদনের প্রেক্ষিতে নিহতের মরদেহ ময়নাতদন্ত ছাড়াই হস্তান্তর করা হয়েছে। #