গোপালগঞ্জ প্রতিনিধি :
গোপালগঞ্জের কাশিয়ানীতে বাস ও মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে কানাই বিশ্বাস (৩০) নামে এক স্কুল শিক্ষক নিহত হয়েছেন।
আজ বৃহস্পতিবার (০৫ সেপ্টেম্বর) দুপুরে ঢাকা-খুলনা মহাসড়কের কাশিয়ানী উপজেলার চাপতা মাদ্রাসার কাছে এ দূর্ঘটনা ঘটে।
কাশিয়ানী থানার উপপরিদর্শক (এসআই) তুষার মির্জা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
নিহত কানাই বিশ্বাস গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার তারাইল গ্রামের পূর্নেন্দু বিশ্বাসের ছেলে। সে ফরিদপুর জেলার সদরপুরে একটি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষকতা করেন।
উপপরিদর্শক (এসআই) তুষার মির্জা জানান, তারাইল গ্রাম থেকে মোটর সাইকেলে করে চাকুরীস্থল ফরিদপুরের সদরপুরে যাচ্ছিলেন। এসময় মোটর সাইকেলটি চাপতা মাদ্রাসার কাছে পৌঁছালে ঢাকা থেকে ছেড়ে আসা খুলনাগামী একটি বাসের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে স্কুল শিক্ষক কানাই বিশ্বাস মারাত্মক আহত হন।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কাশিয়ানী ১০০-শয্যাবিশিস্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সেখানে চিকিতসাধীন অবস্থায় স্কুল শিক্ষক কানাই বিশ্বাস মারা যান। #