স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ :
গোপালগঞ্জ জেলা ম্যাজিস্ট্রেসি কর্তৃক প্রদানকৃত আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদের লাইসেন্স স্থগিত করেছে ভারপ্রাপ্ত জেলা ম্যাজিস্ট্রেট।
গত ২০০৯ সালের ০৬ জানুয়ারী থেকে ২০২৪ সালের ০৫ আগস্ট পর্যন্ত প্রদান করা সকল আগ্নেয়াস্ত্রের লাইসেন্স বাতিল করা হয়।
গত ২৫ আগস্ট গোপালগঞ্জের ভারপ্রাপ্ত জেলা ম্যাজিস্ট্রেট শেখ শামছুল আরেফীন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।
চিঠিতে উল্লেখ করা হয়, জননিরাপত্তা বিভাগ, স্বরাষ্ট্র মন্ত্রণালয় কর্তৃক ২৫ আগস্ট ২০২৪ তারিখে প্রকাশিত ৪৪.০০.০০০০.০৭৭.২১.০২৫.২০২১-৩৩০ নম্বর প্রজ্ঞাপনের আলোকে গণবিজ্ঞপ্তি জারি করা হলো। বিগত ০৬ জানুয়ারি ২০০৯ থেকে ০৫ আগস্ট ২০২৪ তারিখ পর্যন্ত গোপালগঞ্জ জেলা ম্যাজিস্ট্রেসি কর্তৃক যে সকল আগ্নেয়াস্ত্রের লাইসেন্স বেসামরিক জনগণকে প্রদান করা হয়েছে, সে সকল প্রদানকৃত লাইসেন্স এতদ্বারা স্থগিত করা হলো। স্থগিতকৃত লাইসেন্সসমূহের বিপরীতে ক্রয়কৃত আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ আগামী ০৩ সেপ্টেম্বর ২০২৪ তারিখের মধ্যে সংশ্লিষ্ট থানায় জমা দেওয়ার জন্য অনুরোধ করা হলো।
চিঠিতে আরো বলা হয়, এ আদেশ অমান্যকারীর বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।