বরিশালের হিজলা উপজেলার গুয়াবাড়িয়া ইউনিয়নে গাছের ডাল কাটাতে গিয়ে গাছ থেকে পড়ে মোঃ খালেক বয়াতী (৫৫) এক শ্রমিকের মৃত্যু হয়েছে। মোঃ খালেক বয়াতী উপজেলার গুয়াবাড়িয়া ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের পূর্ব কোড়ালিয়া গ্রামের মৃত্যু আলীবক্স বায়াতীর ছেলে। ৯ সেপ্টেম্বর (মঙ্গলবার) দুপুর আনুমানিক সাড়ে ১২ টার দিকে পাশ্ববর্তী গ্রামের আব্দুল রাজ্জাক দফাদারের ছেলে মোঃ শামিম হোসেনের বাগানের গাছের ডাল কাটতে গিয়ে এ ঘটনাটি ঘটেছে। মোঃ খালেক বয়াতী ছেলে মোঃ নাসির উদ্দীন জানান, ডাল কাটার সময় ডালসহ আমার বাবা গাছ থেকে নিচে পড়ে যায়। সাথে সাথেই মারাত্মক আহত হলে স্থানীয়রা তাহাকে উদ্ধার করে হিজলা উপজেলা সাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। একদিন পরে রোগীর অবস্থা বেগতিক দেখে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। বরিশাল নেওয়ার পথেই তাহার মৃত্যু হয়। হিজলা থানার অফিসার ইনচার্জ মোঃ ইউনুছ আলী জানান, খালেক বয়াতীর মৃত্যুর ঘটনাটি এখনো আমাদের কেউ জানায়নি তবে আমরা ঘটনা স্থলে পুলিশ পাঠানো হয়েছে।