মির্জাগঞ্জ(পটুয়াখালী)প্রতিনিধিঃ
মির্জাগঞ্জে ঘটকের আন্দুয়ায় বাগানের গাছ কেটে জমি দখলের অভিযোগ উঠেছে পার্শ্ববর্তী পিঁপড়াখালী গ্রামের মোঃ সোহাগ সিকদারের বিরুদ্ধে। বৃহস্পতিবার দুপুরে উপজেলার ঘটকের আন্দুয়া গ্রামের সাবেক ইউপি সদস্য আঃ করিম হাওলাদারের ২০০ টি গাছ কর্তন করেন । ক্ষতিগ্রস্ত করিম হাওলাদার বলেন, নিজের ৬ শতাংশ জমিতে কলাগাছ, রেন্টি ও কড়াইসহ দেশীয় ২৫০ গাছ রোপণ করেন তিনি। পাশের গ্রামের রুস্তম আলী সিকদারের ছেলে সোহাগ দেশীয় অস্ত্রসহ ৫০/৬০ জন লোকজন নিয়ে জোরপূর্বক বিবাদের জেরে ২০০টি গাছ কেটে ফেলেন এবং ওই জমিতে মাটি ভরাট করে দখলে করতে চায়।যাওয়ার সময় অধিকাংশ গাছ ও ফল নিয়ে যায়।এতে প্রায় ২ লাখ টাকার ক্ষতি হয়।মামলা দায়ের প্রস্তিতি চলছে বলে তিনি জানান।অভিযুক্ত সোহাগ সিকদার ঘটনা অস্বীকার করেন।
স্থানীয় ইউপি চেয়ারম্যান এ্যাডঃ মোঃ আবুল বাশার নাসির বলেন, ঘটনাটি আসলেই দুঃখজনক।খবর পেয়ে আমি ঘটনাস্থলে যেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনি। বিবেকহীন মানুষ ছাড়া এ ধরনের কাজ করা সম্ভব নয়।
এ বিষয়ে মির্জাগঞ্জ থানার ওসি আনোয়ার হোসেন তালুকদার জানান, অভিযোগ পেলে তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহণ করা হবে।