গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধিঃ
পটুয়াখালীর গলাচিপায় এরশাদ হোসেন বাদলের ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। এরশাদ হোসেন বাদল হচ্ছেন গলাচিপা উপজেলা আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি, পটুয়াখালী-৩ আসনের সাবেক সংসদ সদস্য মরহুম আবদুল বারেক মিয়ার পুত্র চিকনিকান্দি ইউনিয়ন পরিষদের বারবার নির্বাচিত সাবেক চেয়ারম্যান ও বর্তমান চেয়ারম্যান এবং ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সাজ্জাদ হোসেন রিয়াদের বড় ভাই, উপজেলা আওয়ামী যুবলীগের সাবেক সভাপতি, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মরহুম এরশাদ হোসেন বাদল। মরহুম এরশাদ হোসেন বাদলের ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে শুক্রবার (১ মার্চ) বিকাল ৩টায় চিকনিকান্দি আহসাবিয়া হাফিজিয়া মাদ্রাসা প্রাঙ্গনে এক দোয়া ও মিলাদ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি হাজী মজিবর রহমান, উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. শাহিন সাহ, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সরদার মু. শাহ আলম, জেলা পরিষদ সদস্য ও উপজেলা আওয়ামী লীগ নেতা মাইনুল ইসলাম রনো, কাওসার আহম্মেদ তালুকদার, মো. আলমগীর হোসাইন, মোফাজ্জেল হোসেন মাসুদ, ডাকুয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বিশ্বজিৎ রায়, গোলখালী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. নাসির উদ্দিন হাওলাদার, গলাচিপা প্রেস ক্লাব সভাপতি সমিত কুমার দত্ত মলয়, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অবনী রায় সহ উপজেলা ও ইউনিয়ন আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মরহুম এরশাদ হোসেন বাদলের ছোট ভাই চিকনিকান্দি ইউনিয়নের চেয়ারম্যান এবং ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সাজ্জাদ হোসেন রিয়াদ। পরে আলোচনা শেষে মরহুমের আত্মার শান্তি কামনায় দোয়ার ব্যবস্থা করা হয়।