নিজেস্ব প্রতিবেদকঃ-
খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) আর্কিটেক্ট বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী সুব্রত কুমার পাল (১৮) ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে মারা গেছেন। নিহত সুব্রত টাঙ্গাইল জেলার চন্দ্র কুমার পালের ছেলে।
বুধবার দুপুর ১২টার দিকে খানজাহান আলী থানা এলাকার মাতমডাঙ্গায় যশোর থেকে খুলনাগামী চলন্ত কমিউটার ট্রেনের তলায় ঝাঁপ দিলে এ ঘটনা ঘটে। বিষয়টি আত্মহত্যা বলে পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে।
খানজাহান আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রবীর কুমার বিশ্বাস স্থানীয়দের বরাত দিয়ে জানান, সুব্রত কুয়েটের শিক্ষার্থী। তিনি দুপুরের দিকে চলন্ত ট্রেনের নিচে ঝাঁপ দেন। হতাশা থেকে তিনি আত্মহত্যা করতে পারেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। রেলওয়ে পুলিশ নিহত শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠিয়েছে।