নিজেস্ব প্রতিবেদকঃ-
আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, ফৌজদারি আইনের ৪০১ ধারায় উনার যে দণ্ডাদেশ, আমরা সেটা স্থগিত রেখে তাকে মুক্তি দিতে পারি, সেই প্রবিশন আছে। এখন ৪০১ ধারায় যেটা আছে সেটা হলো শর্তযুক্ত অথবা শর্তমুক্ত। তাকে শর্তযুক্ত করে মুক্তি দেওয়া হয়।
বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে ওভারসিস করসপন্ডেন্টস অ্যাসোসিয়েশন বাংলাদেশ (ওকাব) আয়োজিত ‘ওকাব টক’ অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
আনিসুল হক বলেন, তাকে (খালেদা জিয়া) ওই যে দরখাস্ত ছিল, সেটাকে দরখাস্ত হিসেবে গণ্য করে সরকার নির্বাহী আদেশে তার দণ্ডাদেশ স্থগিত রেখে শর্তযুক্ত মুক্তি দিয়েছেন। শর্তের মধ্যে তিনি বাসায় থেকে চিকিৎসা নেবেন, কিন্তু বিদেশ যেতে পারবেন না। তার দণ্ডাদেশ স্থগিত রেখে মুক্তি দেওয়া হয়েছে। এটা কিন্তু মানবিক দিক বিবেচনা করেই তাকে মুক্তি দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী কিন্তু মানবিক দিকটাই বিবেচনা করেছেন।
তিনি বলেন,খালেদা জিয়ার আত্মীয়-স্বজন একটা দরখাস্ত করেছিলেন। সেখানে তারা কোনও ধারা দেননি। আমার সঙ্গে বা স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা করে কোনও ধারা দেননি। প্রধানমন্ত্রীর সঙ্গেও তারা দেখা করেছেন।