জয়পুরহাট প্রতিনিধি:
জয়পুরহাটের ক্ষেতলাল থানার সকল আইনী কার্যক্রম স্বাভাবিকভাবে শুরু করতে থানা পুলিশের একটি টহল টিম মহড়া দিয়েছেন। এদিকে থানার সকল আইনী কার্যক্রম স্বাভাবিকভাবে শুরু হওয়া এবং পুলিশকে মাঠে নামতে দেখে এলাকার সাধারণ মানুষের মাঝে স্বস্তি ফিরে এসেছে।
১৫ (আগস্ট) বৃহস্পতিবার বেলা ১২টার দিকে ক্ষেতলাল থানার অফিসার ইনচার্জ (ওসি) আনোয়ার হোসেনের নেতৃত্বে পুলিশের একটি টহল টিম মহড়া নিয়ে থানা বাজার হয়ে ইটাখোলা, ভাসিলা, নিশ্চিন্তা ও বটতলী বাজার হয়ে থানায় এসে মিলিত হন।
এসময় পুলিশ কর্মকর্তারা এলাকার সাধারণ মানুষকে আতঙ্কিত না হওয়ার জন্য আশ্বস্ত করেন। তারা আরো বলেন, আপনাদের আশেপাশে কোথাও অপ্রীতিকর কোন ঘটনা ঘটলে থানা পুলিশকে খবর দিবেন। এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশকে সহযোগিতার আহ্বান জানান তারা।
এলাকার সাধারণ মানুষ বলেন, আমাদের জানমালের নিরাপত্তা রক্ষায় প্রধান ভূমিকা পালন করেন পুলিশ বাহিনী। বেশ কয়েকদিন তারা কর্মবিরতিতে থাকার কারণে আমাদের ভিতর একটা আতঙ্ক কাজ করছিলো। এখন পুলিশ মাঠে ঘুরছে এবং থানার সকল আইনী কার্যক্রম স্বাভাবিক হয়েছে এটা দেখে আমাদের ভয় দূর হয়েছে।