গৌরনদী (বরিশাল) প্রতিনিধি \
বরিশালের গৌরনদী আদর্শ কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের ব্যবস্থাপনা পরিষদের নবনির্বাচিত সভাপতির শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে নলচিড়া বাজারে ক্রেডিট ইউনিয়ন কার্যালয়ে ইউনিয়ন বিএনপি’র সভাপতি আ.ফ.ম জামাল উদ্দিনের সভাপতিত্বে শপথ গ্রহন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপি’র আহবাায়ক সৈয়দ সরোয়ার আলম বিপ্লব। বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপি’র সদস্য সচিব জহির সাজ্জাদ হান্নান, যুবদলের বরিশাল জেলা উত্তরের সিনিয়র যুগ্ন আহবায়ক সাইয়েদুল আলম সেন্টু। নবনির্বাচিত সভাপতি ফারুক হোসেনকে শপথ বাক্য পাঠ করান উপজেলা সমবায় কর্মকর্তা আফসানা শাখী। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপি নেতা শামিম খলিফা, সোলায়মান বাবু, উপজেলা যুবদলের সাবেক সদস্য সচিব মনির হোসেন আকন প্রমূখ। অনুষ্ঠানের শুরুতেই ছাত্র আন্দোলনে নিহতদের স্মরনে এক মিনিট নিরবতা পালন করা হয়।