সঞ্জয় গুহ, মেহেন্দিগঞ্জঃ
আজ বাংলাদেশ ছাত্রলীগের গৌরব, ঐতিহ্য, সংগ্রাম ও সাফল্যের ৭৪ বছর উপলক্ষে মেহেন্দিগঞ্জ উপজেলা ছাত্রলীগের উদ্যোগে কেক কাটা, জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধুর মুরালে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন ও বর্ণিল সাঁজে ছাত্রলীগের আনন্দ র্যালী শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আলোচনা সভায় প্রধান অতিথি বরিশাল-৪ আসনের সংসদ সদস্য পংকজ নাথ মুঠোফোনে তার বক্তব্যে বলেন, কৈশোরের প্রথম প্রেম, প্রথম ভালোবাসা ও রাজনীতির প্রথম পাঠশালা বাংলাদেশ ছাত্রলীগ। এসময় সাংসদ আরো বলেন, জননেত্রী শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বে আজ উন্নয়নের মহাসড়কে বাংলাদেশ। একসময় পশ্চিমারা বাংলাদেশকে বলতো তলাবিহীন ঝুড়ি। আজ তারাই বাংলাদেশের প্রশংসায় পঞ্চমুখ। বাংলাদেশের সুদৃঢ় অর্থনৈতিক অবস্থান একদিনের নয়। বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনার দূরদর্শী পরিকল্পনায় ও নেতৃত্বে বাংলাদেশ আজ পৃথিবীর বুকে উন্নয়নের বিস্ময়। আজ মঙ্গলবার সকালে উপজেলা আওয়ামী লীগ দলীয় কার্যালয়ের সামনে আয়োজিত আলোচনা সভায় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও ভাইস চেয়ারম্যান খোরশেদ আলম ভুলু, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহবায়ক ও কাউন্সিলর সোহেল মোল্লা, হাবিবুর রহমান খোকন, উপজেলা শ্রমিক লীগের সভাপতি ও কাউন্সিলর মনির জমদ্দার, পৌর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আলী আব্দুল্লাহ দোলন, সাধারণ সম্পাদক রুবেল খন্দকার, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান শাকিল, সোয়েব আহমেদ, রায়হান মাহমুদ, এবিএম নয়ন, রবিউল তালুকদার, মোঃ পাভেল, সিহাব বেপারী সহ ছাত্রলীগের নেতৃবৃন্দ।