কুষ্টিয়া প্রতিনিধি:
কুষ্টিয়া সদর উপজেলার উজানগ্রাম ইউপির দূর্বাচারা দপেরপাড়া এলাকায় আগুনে কৃষক দগ্ধ হয়েছে ও গোয়ালের দুটি গরু পুড়ে ছাই।
সংবাদ পেয়ে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও নবনির্বাচিত চেয়ারম্যান ছানোয়ার হোসেন মোল্লা ওই কৃষকের বাড়িতে ছুটে যান। বৃহস্পতিবার গভীর রাতে এই ঘটনা ঘটে এবং পরদিন সকালে নবনির্বাচিত চেয়ারম্যান ঘটনাস্থল পরিদর্শন করেন।
এবিষয়ে চেয়ারম্যান ছানোয়ার মোল্লা জানান, কৃষক নিয়ামত মোল্লা (৭০) দগ্ধ হয়েছে এতে দুটি গরু মারা গেছে। গোয়ালে আগুন লাগার ঘটনায় আনুমানিক দুই লক্ষ টাকার অধিক ক্ষতি সাধন হয়েছে বলে তিনি জানান। এছাড়াও তিনি ওই কৃষকের চিকিৎসার ব্যবস্থা করেন। এবং তার যে ক্ষতি সাধিত হয়েছে সেটা অপূরনীয়। ক্ষতিগ্রস্থ কৃষক সরকারের কাছে সাহায্যের দাবী জানান। এলাকার বিজ্ঞ মহল জেলার উর্দ্ধতন কর্তৃপক্ষের নিকট দৃষ্টিআকর্ষন করেন।