মৌলভীবাজার প্রতিনিধি
মৌলভীবাজারের কুলাউড়ায় ঘাস কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে লিয়াকত আলী (৭৯) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।
রোববার (২৪ মার্চ) সকালে উপজেলার ভুকশিমইল ইউনিয়নের গৌড়করন গ্রামে এ ঘটনা ঘটে। নিহত লিয়াকত আলী গৌড়করন গ্রামের মৃত ছিতন মিয়ার ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার রাতের ঝড়ে এলাকার কিছু যায়গায় বিদ্যুৎ লাইনের তার ছিঁড়ে পড়ে। সকালে গবাদিপশুর জন্য হাকালুকি হাওরে ঘাস কাটতে গেলে বিদ্যুতের তারে জড়িয়ে লিয়াকত আলী মারা যান।
কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ আলী মাহমুদ নিহতের সত্যতা নিশ্চিত করে বলেন, নিহতের লাশ বিনা ময়নাতদন্তে নেওয়ার জন্য পরিবারের পক্ষ থেকে আবেদন করা হয়েছে।