আব্দুল্লাহ আল মানছুর,কুমিল্লা:
কুমিল্লা’য় ভারী বর্ষণ এবং ত্রিপুরা রাজ্য থেকে ধেয়ে আসা পানিতে আকস্মিক বন্যায় তলিয়ে যায় কুমিল্লা চৌদ্দগ্রাম ও বুড়িচং উপজেলাসহ জেলার বিভিন্ন অঞ্চল। বৃহস্পতিবার বিকালে সাবেক সংসদ সদস্য, বাংলাদেশ জামায়াতে ইসলামী’র নায়েবে আমীর ডা.সৈয়দ আব্দুল্লাহ মো.তাহের এর দিক নির্দেশনায় চৌদ্দগ্রাম উপজেলার কাশিনগর ইউনিয়নের বন্যাদুর্গত এলাকা পরিদর্শন করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর চৌদ্দগ্রাম উপজেলার সাবেক আমীর, কুমিল্লা মহানগর দক্ষিণ শ্রমিক কল্যাণ ফেডারেশনের সিনিয়র সহ-সভাপতি ও চৌদ্দগ্রাম উপজেলা বন্যা নিয়ন্ত্রণ কমিটির সাবেক সদস্য সচিব বীরমুক্তিযোদ্ধা মো.আক্তারুজ্জামান । জামায়াত নেতা বীরমুক্তিযোদ্ধা আক্তারুজ্জামান পানিবন্দি কাশিনগর ইউনিয়নের বিভিন্ন এলাকার মানুষের সঙ্গে কথা বলেন এবং সার্বিক খোঁজ-খবর নেন। তিনি প্রতিবেদককে বলেন-চৌদ্দগ্রাম উপজেলার কাকড়ীর পানি বিপৎসীমা প্রবাহিত হওয়ায় কাশিনগর ইউনিয়নের প্রায় ৫০হাজার পরিবার পানিবন্দি হয়েছে। এ সময় সমাজের সকল শ্রেণী-পেশার মানুষদের বন্যার্তদের সাহায্যে এগিয়ে আসার উদাত্ত আহ্বান জানান সাবেক উপজেলা আমীরে জামায়াত। এসময় চৌদ্দগ্রাম উপজেলা জামায়াতে ইসলামী ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।