কুমিল্লা প্রতিনিধি।।
কুমিল্লাসহ সারা দেশব্যাপি ছাত্র আন্দোলনের ঘটনার সংবাদ পত্রিকা ও ফেসবুকে প্রকাশিত করায় দৈনিক সবুজ বাংলা পত্রিকার স্টাফ রিপোর্টার সাংবাদিক আব্দুল্লাহ আল মানছুর এর উপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় সাংবাদিক আব্দুল্লাহ আল মানছুর গুরুতর আহত হয়ে কুমিল্লা জেনারেল হাসপাতালে চিকিৎসা নেন। পরবর্তীতে কুমিল্লা কোতোয়ালী মডেল থানায় সাংবাদিক আব্দুল্লাহ আল মানছুর বাদী হয়ে ২৪ জনকে আসামী করে মামলা দায়ের করেন। মামলা নং-২৬,জিআর -৬৩৮। উপরোক্ত ঘটনার আসামী কুমিল্লা -৬ আসনের সাবেক এমপি বাহারের ব্যক্তিগত মিডিয়া পার্সন দেলোয়ার হোসেন জাকিরের অন্যতম রাজনৈতিক সহযোগী সদস্য যুবলীগ কর্মী কুমিল্লা মহানগরীর কালিয়াজুড়ি এলাকার তাজুল ইসলামের পুত্র নুরুল ইসলাম নুরু কে তাহার গোপন বাসা থেকে আটক করেন কুমিল্লা কোতোয়ালি মডেল থানা পুলিশ। এ বিষয়ে কোতোয়ালী সদর সার্কেল অতিরিক্ত পুলিশ সুপার কামরান হোসেন সাংবাদিকদের বলেন- কোতোয়ালি মডেল থানার এজাহারভুক্ত আসামী নুরু। তাহার বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকান্ড পরিচালনা করার অভিযোগ পাওয়া গেছে।