কুমিল্লা প্রতিনিধি।।
বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় নেতৃবৃন্দদের উদ্যোগে কুমিল্লা বুড়িচং এলাকায় বন্যার্ত ও অসহায় পরিবারের মাঝে খাদ্য সামগ্রী উপহার প্রদান অনুষ্ঠিত হয়েছে। ৮ সেপ্টেম্বর রবিবার সকাল ১১টা থেকে কুমিল্লা বুড়িচং উপজেলার পানিবন্ধি বিভিন্ন গ্রামের ক্ষতিগ্রস্ত অসহায়দের মাঝে জামায়াতে ইসলামী’র উপহার সামগ্রী বিতরণ করা হয়।
উপহার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জামায়াতে ইসলামী কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য,ঢাকা মহানগরী দক্ষিণের আমীর নুরুল ইসলাম বুলবুল, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য, ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারী ড.শফিকুল ইসলাম মাসুদ। বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে উপহার সামগ্রী বিতরণের সময় উপস্থিত ছিলেন- উপজেলা জামায়াতে ইসলামীর আমীর, ছাত্রশিবির বুড়িচং উপজেলা সভাপতিসহ ইউনিয়নের জামায়াত-শিবির নেতৃবৃন্দ। কেন্দ্রীয় নেতৃবৃন্দরা উপহার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে বলেন- বাংলাদেশ জামায়াতে ইসলামী আওয়ামী দু:শাসনীয় সরকারের সময়কালেও সাধারণ মানুষের পাশে ছিল। সাধারণ মানুষ আওয়ামী সরকারের নির্যাতনের পাশাপাশি সর্বদিক থেকে বঞ্চিত হয়েছিল। বাংলাদেশ জামায়াতে ইসলামী এ দেশে আল্লাহর দ্বীন কায়েম ও ইসলামী আন্দোলনের জন্য সর্বদা মানুষের নিকট দাওয়াত দিয়ে যাচ্ছে। আমরা আশাবাদী যে কোন দুর্যোগ মোকাবেলায় বাংলাদেশ জামায়াতে ইসলামী আপনাদের পাশে থেকে সহযোগিতার হাত বাড়াবে।