সিরাজগঞ্জ প্রতিনিধি:
সিরাজগঞ্জের কাজীপুর উপজেলার নিশ্চিন্তপুর ইউনিয়নের জজিরার চর এলাকায় নৌকা ডুবির ঘটনায় ২৫টি গরু মারা গেছে। এতে আহত হয়েছেন নৌকার মাঝি সহ বেশ কয়েকজন শ্রমিক ও গরু ব্যবসায়ী।
শুক্রবার (৭ জানুয়ারি) রাতে জামালপুর জেলার পিংনা গরুর হাট থেকে গরুবোঝাই একটি নৌকা কাজিপুরের মেঘাই ঘাটের দিকে যাচ্ছিল। অতিরিক্ত ঘন কুয়াশার কারণে দুই নৌকার সংঘর্ষ হয়। এতে গরুবোঝাই নৌকাটি ডুবে গিয়ে ২৫ টি গরু মারা যায়।
কাজিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পঞ্চানন্দ সরকার জানান, শুক্রবার রাতে জামালপুর জেলার পিংনা গরুর হাট থেকে গরুবোঝাই একটি নৌকা কাজিপুরের মেঘাই ঘাটের দিকে যাচ্ছিল।
নিশ্চিন্তপুর ইউনিয়নের জজিরার চর এলাকায় পৌঁছালে বালুবাহী একটি নৌকার সঙ্গে গরুবোঝাই নৌকাটির ধাক্কা লাগে। এসময় নৌকাটি ডুবে গেলে ২৫টি গরু মারা যায়। খবর পেয়ে স্থানীয়দের সহায়তায় নৌকা ও তিনটি জীবিত গরু উদ্ধার করে পুলিশ।