
হিজলা প্রতিনিধিঃ
বরিশালের হিজলা উপজেলার কাউরিয়া স্কুল এন্ড কলেজকে একাডেমিক স্বীকৃতি দেয়ায় ৩০ অক্টোবর সকাল ১১ টায় কলেজ ক্যাম্পাস থেকে একটি আনন্দ রেলি বের হয়ে কাউরিয়া বন্দরে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে অনুষ্ঠিত হয় আলোচনা সভা ও দোয়া মোনাজাত।
২০১৪ সালের জুন মাসে স্থানীয় সাংসদ পংকজ নাথ এর ঐকান্তিক প্রচেষ্টার মাধ্যমে পাঠদানের অনুমতি পেয়ে যাত্রা শুরু করে কলেজ শাখা।
দীর্ঘ কয়েক বছর যাবৎ শিক্ষকগণ একাডেমিক স্বীকৃতির ছাড়াই এই দুর্গম অঞ্চলের শিক্ষার্থীদের পাঠদান দিয়ে আসছে।
চলতি মাসের ২৮ অক্টোবর গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনার মধ্য দিয়ে সাংসদ পংকজ নাথ এর সার্বিক তত্ত্বাবধায়নে কাউরিয়া স্কুল এন্ড কলেজ কর্তৃপক্ষ একাডেমিক স্বীকৃতির নীতিমালা সম্পূর্ণ করায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় শিক্ষামন্ত্রী নির্দেশনায় শিক্ষাসচিব গত ২৮ অক্টোবর একাডেমিক স্বীকৃতি প্রদান করেন স্বস্তির জায়গাটায় ফিরে এসেছে।
আনন্দ দেরিতে অংশগ্রহণ করেন কাউরিয়া স্কুল এন্ড কলেজের গভর্নিং বডির সভাপতি গুয়াবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অধ্যাপক শাহজাহান তালুকদার।
এছাড়াও আনন্দ রেলিতে অংশগ্রহণ করেন কাউরিয়া স্কুল এন্ড কলেজের শিক্ষক, সাংবাদিক, শিক্ষার্থী, অভিভাবক গুয়াবাড়িয়া ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য বৃন্দ সহ নানা শ্রেণি-পেশার নেতৃবৃন্দ।
আলোচনা সভায় বক্তারা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, পার্বত্য শান্তিচুক্তির রূপকার বরিশাল জেলা আওয়ামী লীগের সভাপতি আবুল হাসানাত আবদুল্লাহ ও স্থানীয় সাংসদ পংকজ নাথের দীর্ঘায়ু ও মঙ্গল কামনায় দোয়া অনুষ্ঠান।