
হিজলা প্রতিনিধি।।
উপজেলা নির্বাচন কে সামনে রেখে বরিশাল জেলার হিজলা উপজেলা আওয়ামী লীগের কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। ১৯ এপ্রিল বিকাল ৫ টায় কাউরিয়া বাজারস্ত উপজেলা আওয়ামী লীগের সভাপতি সুলতান মাহমুদ টিপুর সভাপতিত্বে, গুয়াবাড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুন্সী মো: ইসহাক এর সঞ্চালনায় অনুষ্ঠিত কর্মী সভায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি নজরুল ইসলাম মিলন, আব্দুল লতিফ খান, যুগ্ম সাধারণ সম্পাদক পন্ডিত শাহাবুদ্দিন আহাম্মেদ, যুবলীগের সভাপতি মিজান সরদার, সাধারণ সম্পাদক সৈয়দ তানভীর হোসেন, সহ উপজেলার সকল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক সহ বিভিন্ন সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

হিজলায় আওয়ামী লীগের কর্মীসভায় উপস্থিত নেতৃবৃন্দ
কর্মী সভায় বক্তারা উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদে সমন্বয় করে ১ জনকে নির্বাচিত করার আহবান জানায়। তারা আরো বলেন চেয়ারম্যান পদে উপজেলা আওয়ামী লীগের সভাপতি সুলতান মাহমুদ টিপু ও তার ভাই উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক আলতাব মাহমুদ দিপু নির্বাচন করার জন্য আগ্রহী, আমরা কর্মীরা দুই ভাইয়ের রোশানলে পড়তে চাই না, আমরা চাই দুই ভাইয়ের মধ্যে একজনকে নির্বাচিত করা হলে সকলের সহযোগিতায় বিজয় করা সম্ভব হবে।