উজিরপুর প্রতিনিধি::
বরিশালের উজিরপুর পৌরসভায় পুলিশের বিশেষ অভিযান চালিয়ে দুই যুবককে ইয়াবা, গাঁজাসহ গ্রেপ্তার করা হয়েছে। গত মঙ্গলবার রাত ৯ টায় পৌরসভার মাহার গ্রামের বাবুল হাওলাদারের বাড়ীর সামনে মাদক বেচাকেনার গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালান উজিরপুর মডেল থানা পুলিশ। উপ-পরিদর্শক কামাল হোসেনের নেতৃত্বে অভিযান চালিয়ে মাহার গ্রামের নুরুল হক ঢালীর ছেলে মোঃ মাসুম বিল্লাহ (২৪) ও পরমানন্দসাহা গ্রামের বাবুল রাড়ীর ছেলে রানা রাড়ী(২২) কে ৬৭৫ গ্রাম গাঁজা ও ৮০ পিচ ইয়াবাসহ গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে। এ ঘটনায় উজিরপুর মডেল থানায় উপ- পরিদর্শক কামাল হোসেন বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মাসুম বিল্লাহ ও রানা রাড়ীকে আসামী করে মামলা দায়ের করেছে। উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ আলী আর্শাদ জানান, আসামীদেরকে গ্রেফতার করে মামলা দিয়ে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হয়েছে।