উজিরপুর (বরিশাল) প্রতিনিধিঃ
বরিশালের উজিরপুরে তৃতীয় ধাপঃ ইউপি নির্বাচনে হারতা ইউনিয়ন পরিষদের ৪নং ওয়ার্ড জামবাড়ি ২৮ নভেম্বর ভোট অনুষ্ঠিত হওয়াকে কেন্দ্র করে সাধারণ ভোটাররা তাদের জীবনের নিরাপত্তা হীনতার ঝুঁকিতে ভুগছে বলে অভিযোগ পাওয়া গেছে । জানা যায়,২ নং হারতা ইউনিয়ন পরিষদে ৪নং ওয়ার্ডে মোট ভোটার সংখ্যা ২৩৭৮ জন। ইউপি সদস্য প্রার্থী ৬ জন। নারী সংরক্ষিত আসনে প্রার্থী ৩ জন। সরেজমিনে গিয়ে দেখা যায়, ভোট সেন্টারে নিরাপত্তার কথা ভেবে নাম প্রকাশে অনিচ্ছুক ৪নং ওয়ার্ডের একাধিক সাধারণ ভোটাররা জানান, বিগত দিনের ইতিহাসে ভোটের বাক্স ছিনতাই। ২০১৬ সালের ইউনিয়ন পরিষদ নির্বাচনে বড় ধরনের সহিংসতা ঘটেছে। আর ইউপি নির্বাচনকে ঘিরে উৎসবের আমেজ বিরাজ করছে পাড়া মহল্লায়। তবে অনেকেই বলছেন ইউপি নির্বাচন উৎসবের আমেজ ছড়ালেও ভোট গ্রহণের সময় এগিয়ে আসার সাথে সাথে বাড়ছে উদ্বেগ আর উৎকণ্ঠা। আর একই দলের একাধিক প্রার্থী মাঠে থাকায় উৎসবের নির্বাচন রূপ নিতে পারে সংঘর্ষের দিকে। মূলত পছন্দের প্রার্থীর জয়ের ব্যপারে বেশী আশাবাদি কর্মী সমর্থকরা মাঠ দখলে রাখতে বিবাদে জড়াতে পারে। আবার পারজয়ের ভয়ে ভোটাদের চাপে রাখতে কেউ কেউ আগ বাড়িয়ে সহিংসতা করছে। ঘরোনার ভোটাররা জানান, ইউপি নির্বাচন নিয়ে তারা আতঙ্কিত। একাধিক প্রার্থী নির্বাচনে দাঁড়িয়ে থাকায় কে কাকে ভোট দিবে তা ঠাহর করতে পারছে না। ভোটের পরিবেশ ভয় ডরহীন না হলে তারা শেষ মেশ ভোট কেন্দ্রেই যাবেন না। সাতে পাঁচে নেই এমন সব খেটে খাওয়া সাধারণ ভোটাররা ভোট কেন্দ্রে যাবে কি যাবে না তানিয়ে দো’টানায় ভূগছে।এ বিষয়ে প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করছেন সাধারণ ভোটাররা।