উজিরপুর(বরিশাল) প্রতিনিধি:
বরিশালের উজিরপুরের সাতলার দুই ব্যবসায়ীকে কুপিয়ে হত্যার ঘটনায় সন্ত্রাসীদের ফাঁসির দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেল চারটায় উজিরপুর-সাতলা সড়কে, সাতলা বাজার ব্যবসায়ী, ছাত্র সমাজ ও সুধীজনের ব্যানারে এ মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সাতলা বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি মোঃ ইউনুস বালীর সভাপতিত্বে বক্তব্য রাখেন সাতলা বিএনপির সাবেক সভাপতি মোঃ ফারুক বিশ্বাস, মাওলানা মোজাম্মেল হক, শহীদ পরিবারের পক্ষ থেকে সাবেক ইউপি সদস্য আওয়ামীলীগ নেতা মোনাফসের হাওলাদার, সাবেক ইউপি চেয়ারম্যান খায়রুজ্জামান লিটন, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি কামাল হোসেন বালী, উপজেলা আওয়ামলীগের সাংগঠনিক সম্পাদক শিক্ষক মো: মশিউর রহমান প্রমুখ। এ সময় বিএনপি, আওয়ামী লীগ, হেফাজাতে ইসলাম, ইসলামী শাসনতন্ত্র আন্দোলন ও নিহত পরিবারের সদস্যসহ, ছাত্র সমাজের নেতৃবৃন্দ এবং কয়েক হাজার নারী পুরুষ মানববন্ধন ও প্রতিবাদ সভায় উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, নিহত ব্যবসায়ী ইদ্রিস হাওলাদার ও তার চাচাতো ভাই সাগর হাওলাদার দুজনই সাতলা বাজারের ব্যবসায়ী ছিলেন। সন্ত্রাসী আসাদ হাওলাদার ও শাহিন চেয়ারম্যানের গংদের সাথে দীর্ঘদিন মাছের ঘের নিয়ে বিরোধ ছিলো ইদ্রিস হাওলাদার। সন্ত্রাসীদের হাতে একাধিকবার নির্যাতনের স্বীকার হয়েছে ব্যবসায়ী ইদ্রিস । নির্যাতনের ঘটনায় বাদী হয়ে মামলা করাই যেন তার কাল হয়ে ধারিয়েছে। আজকে তার জীবন দিতে হয়েছে সন্ত্রাসীদের হাতে। ওই মামলায় স্থানীয় ইউপি চেয়ারম্যান শাহিন ও তার চাচতো ভাই আসাদ জেল খাটেন, জেল থেকে বেরিয়ে প্রতিশোধ নেওয়ার মগ্নে এই হত্যাকান্ড ঘটায় বলে বক্তারা দাবী করেন। এসময় বক্তার সন্ত্রাসীদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় এনে বিচারের দাবী জানান। মানববন্ধন ও প্রতিবাদ সাভা শেষে নিহতদের রুহুর মাগফেরাত কামনা করে দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ জাফর আহম্মেদ জানান, হত্যার ঘটনায় যে মামলা হয়েছে ওই মামলা একজন আসামীকে পুলিশ গ্রেফতার করে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠিয়েছে। অন্যান্য আসামীদের গ্রেফতারের অভিযান অব্যাহত রয়েছে।