নিজেস্ব প্রতিবেদকঃ-
নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আনসারুল্লাহ বাংলা টিম’র এক সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে বাংলাদেশ পুলিশের এন্টি টেররিজম ইউনিট। আটককৃতের নাম- মো: শামীম(২৭)। সে মানিকগঞ্জ জেলার শিবালয় থানার শিমুলিয়া গ্রামের মো, শাহজাহানের ছেলে। এন্টি টেররিজম ইউনিট ,(মিডিয়া অ্যান্ড অ্যাওয়ারনেস) শাখার পুলিশ সুপার মোহাম্মদ আসলাম খান আজ সোমবার এসব তথ্য নিশ্চিত করেছেন। রোববার বিকেল সোয়া ৫ টার দিকে এটিইউ এর একটি চৌকস দল শিবালয় থানার শিমুলিয়া মোড় থেকে তাকে আটক করে। পুলিশ সুপার মোহাম্মদ আসলাম খান জানান, রোববার বিকেল সোয়া ৫ টার দিকে আনসারুল্লাহ বাংলা টিম (এটিইউ)র একটি চৌকস দল মানিকগঞ্জ জেলার শিবালয় থানার শিমুলিয়া মোড় এলাকায় গোপনে অভিযান চালিয়ে জঙ্গী সদস্য শামীম(২৭)কে আটক করে। সে দেবেন্দ্র বিশ্ববিদ্যালয় কলেজ, মানিকগঞ্জ এর মাস্টার্স এর শিক্ষার্থী। এসময় তার নিকট থেকে ১টি এন্ড্রয়েড মোবাইল সেট এবং ৬ টি উগ্রবাদী বই জব্দ করেছে। এটিইউ’ পুলিশের এ কর্মকর্তা আরো বলেন, গ্রেফতারকৃত মো: শামীম গাজওয়াতুল হিন্দ প্রতিষ্ঠার লক্ষ্যে অনলাইনে উগ্রবাদী প্রচারণাসহ রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রের মাধ্যমে বাংলাদেশে খিলাফত প্রতিষ্ঠা করার উদ্দেশ্যে দীর্ঘদিন ধরে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছিল। এছাড়া সে সামাজিক যোগাযোগ মাধ্যমে রাষ্ট্র ও সরকার বিরোধী, ধর্মীয় উস্কানিমূলক ও উগ্রবাদী বিভিন্ন পোস্ট দিয়ে আসছিল। পাশাপাশি সেএবিটি মতবাদ প্রচারের মাধ্যমে অনলাইনে আনসারুল্লাহ বাংলা টিম এর পক্ষে সদস্য সংগ্রহের কাজ করে আসছিল। উগ্রবাদী বিভিন্ন বই ও বক্তৃতা অনলাইনে পোস্ট করে আগ্রহীদের সাথে নিয়মিত যোগাযোগ রক্ষাসহ তাদের উগ্রবাদের দিকে আহবান করে আসছিল সে। মোহাম্মদ আসলাম খান জানান, ইতোপূর্বে ধৃত শামীম গ্রেফতার হওয়া এবিটি সদস্যদের আইনী প্রক্রিয়ায় মুক্তির জন্য অর্থ সংগ্রহ করে তা সাংগঠনিক অন্যান্য সঙ্গীদের প্রেরণ করত। এব্যাপারে গ্রেফতারকৃত জঙ্গি সদস্যের বিরুদ্ধে মানিকগঞ্জ, শিবালয় থানায় সন্ত্রাস বিরোধী আইন ২০০৯ (সংশোধনী ২০১৩)-এর ৭(৩)/৮/৯(৩)/১০/১২/১৩ ধারায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। এবিষয়ে আইনানুগ ব্যবস্হা গ্রহন করা হয়েছে। ######