ঈশ্বরগঞ্জ(ময়মনসিংহ)প্রতিনিধিঃ
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে এ মাসিক সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা হাফিজা জেসমিন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মাহমুদ হাসান সুমন ও পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার কমান্ডার। অন্যানদের মধ্যে উপস্থিত ছিলেন ঈশ্বরগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অনামিকা নজরুল, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান একে এম ফরিদউল্লাহ, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মাহমুদা হাসান পলি, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা এ এস এম সানোয়ার রাসেল, কৃষি কর্মকর্তা সাধন কুমার গুহ মজুমদার, ঈশ্বরগঞ্জ ফায়ারসার্ভিস স্টেশন কর্মকর্তা দেলোয়ার হোসেন, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি রফিকুল ইসলাম বুলবুল, উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আব্দুল হাদী, সদর ইউপি চেয়ারম্যান আবু হানিফা প্রমুখ।