ঈশ্বরগঞ্জ(ময়মনসিংহ)প্রতিনিধিঃ
ময়মনসিংহ জেলার গোয়ান্দা শাখা এর অভিযান চালিয়ে হেরোইন সহ দুই মাদক ব্যবসায়কে গ্রেফতার করা হয়েছে।
শনিবার (৮ জানুয়ারি) রাত ১০ টার সময় ময়মনসিংহ জেলার ঈশ্বরগঞ্জ থানাধীন চর হোসেনপুর এলাকা হতে ১৫ গ্রাম হেরোইন সহ মাদক ব্যবসায়ীদেরকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ীরা হলেন ঈশ্বরগঞ্জ থানার মোঃ শান্ত ওরফে কাজলমিয়া (২৭), পিতা-মোঃ হেলাল উদ্দিন,সাং-মাজিয়াকান্দি এবং মোঃ সুলতান (৪০), পিতা-মৃত নূর হোসেন, সাং-টং টঙ্গিয়া পশ্চিমপাড়া ।
এসময় পুলিশ পরিদর্শক (নিঃ) মোঃ সফিকুল ইসলাম, অফিসার-ইনর্চাজ জেলা গোয়ন্দো শাখা, ময়মনসিংহের নির্দেশনায় এসআই(নিঃ) মোঃ সোহরাব আলী সংগীয় অফিসার ফোর্স সহ ময়মনসিংহ জেলার ঈশ্বরগঞ্জ থানা এলাকায় মাদক উদ্ধার অভিযান পরিচালনা করে দুই মাদক ব্যাবসায়ী এবং ১৫ গ্রাম হেরোইন সহ উদ্ধারের করে ঈশ্বরগঞ্জ থানায় মাদক আইনে একটি মালা করা হয়। আসামীদেরকে বিজ্ঞ আদালতে সোপর্দ্দ করা হয়েছে।