ঈশ্বরগঞ্জ(ময়মনসিংহ)প্রতিনিধিঃ
অনূর্ধ্ব-২০ সাফের বর্তমান চ্যাম্পিয়ন বাংলাদেশ। চ্যাম্পিয়ন দলের দল নেতা আশরাফুল হক আসিফ। নেপালের যুবদের সাথে তার নেতৃত্বে ৪-১ গোলে জয় লাভ করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে বাংলাদেশ।
যুবাদের শ্রেষ্ঠত্ব অর্জনে খুশির জোয়ার টেকনাফ থেকে তেঁতুলিয়ায়। এদিকে আসিফ কে নিয়ে গর্বিত তার জন্মস্থান ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার সর্বস্তরের মানুষ। এই ফুটবলারকে অভিনন্দন জানানোর হিড়িক পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। তার সুন্দর ভবিষ্যতে আত্মবিশ্বাসী সবাই। সকলের প্রত্যাশা- জাতীয় দলে খেলবে আসিফ, ফুটবলকে ভালো কিছু উপহার দিবে।
মোহামেডান ক্লাব থেকেই উঠে এসেছেন আসিফ।
ময়মনসিংহ জেলার ঈশ্বরগঞ্জ উপজেলা থেকে জাতীয় পর্যায়ে উঠে এসেছেন আসিফ। আসিফের বাবা মৃত আবু তালেবও ছিলেন একজন ফুটবলার। তার বড় ভাই আরিফুর হক আরিফও ময়মনসিংহ জেলা ফুটবল টিমের নিয়মিত সদস্য।
আশরাফুল হক আসিফের মা ঈশ্বরগঞ্জ পৌরসভার মহিলা কাউন্সিলর মমতাজ বেগম বলেন, আসিফের সাফল্যে আমরা আনন্দিত। আসিফকে আমি বেশি সময় দিতে পারি নি, তার সাফল্যের পিছনে সব থেকে বেশি অবদান ওর বড় ভাইয়ের। এছাড়া কোচদের সহযোগিতা এবং দিকনির্দেশনায় আজ সে বাংলাদেশের হয়ে এ গৌরব অর্জন করেছে। সে যেন সফলতার ধারাবাহিকতা বজায় রেখে বাংলাদেশের সম্মান অক্ষুন্ন রাখতে পারে সকলের কাছে এই দোয়া চাই।