স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ :
ইস্ট ওয়েস্ট মিডিয়া কমপ্লেক্সে হামলার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন কর্মসূচি পালন করেছে গোপালগঞ্জে কর্মরত সাংবাদিকরা।
আজ বুধবার দুপরে জেলা প্রশাসক কার্যালয়ের সামনের সড়কের উপর দাঁড়িয়ে হাতি হাত ধরে ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসূচী পালন করে জেলায় কর্মরত গণমাধ্যম কর্মীরা।
এ কর্মসূচিতে ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপের প্রতিষ্ঠান দৈনিক কালের কণ্ঠ’র গোপালগঞ্জ জেলা প্রতিনিধি প্রসূন মন্ডল, বাংলাদেশ প্রতিদিনের আমিনুল হাসান শাহীন, বাংলানিউজ টোয়েন্টিফোর ডটকমের একরামুল কবীর, যায়যায় দিন পত্রিকার এসএম নজরুল ইসলাম, নিউজ টোয়েন্টিফোর সামিউল আলিম বক্তব্য রাখেন। কর্মসূচীতের গোপালগঞ্জে কর্মরত বিভিন্ন প্রিন্ট ও টেলিভিশন মিডিয়ার সাংবাদবৃন্দ, শুভসংঘসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশগ্রহণ করেন।
সমাবেশে বক্তারা গণমাধ্যম অফিসে হামলা বা ভাংচুর ঘটনার নিন্দা জানিয়ে বলেন, হামলা করে সাংবাদিকদের কন্ঠ রোধ করা যাবে না। যেসমস্ত দুস্কৃতকারী ইস্ট ওয়েস্ট মিডিয়া কমপ্লেক্সে হামলা চালিয়ে ভাংচুর করেছে তাদের এবং ঘটনার সাথে জড়িতদের দ্রুত চিহ্নিত করে আইনের আওতায় আনার দাবি জানান।
প্রসঙ্গত, গত সোমবার (১৯ আগস্ট) দুপুরে ঢাকার ইস্ট ওয়েস্ট মিডিয়া কমপ্লেক্সে অবস্থিত কালের কন্ঠ,নিউজ টোয়েন্টিফোর, বাংলাদেশ প্রতিদিন, রেডিও ক্যাপিটালসহ বিভিন্ন গণমাধ্যম অফিসে হামলা ও ভাঙচুর চালায় দৃর্বৃত্তরা। #