পিরোজপুর জেলা প্রতিনিধি :
পিরোজপুরের ইন্দুরকানীতে যুবলীগ নেতা শেখ মামুন (৩৫) কে কুপিয়ে ডান পায়ের রগ কেটে দিয়েছে দুর্বৃত্তরা। উপজেলার টগড়া এলাকায় এ ঘটনা ঘটে।
জানা যায়, আহত যুবলীগ নেতা মামুন রবিবার (২৮ জানুয়ারি) রাতে বাসায় যাওয়ার পথে উপজেলার শেখ ফজলুল হক মনি সেতুর টোল প্লাজায় পূর্বে ওৎপেতে থাকা দুর্বৃত্তরা তাকে এলোপাথারি কুপিয়ে গুরুতর যখম করে। এসময় সে পার্শ্ববর্তী আ: বারেক এর বাড়িতে দৌড়ে গেলে সেখানেও দুর্বৃত্তরা যায় এবং তাকে দ্বিতীয় দফায় কুপিয়ে ডান পায়ের রগ কেটে গুরুতর আহত করে।
পরে স্থানীয়রা ইন্দুরকানী থানা পুলিশের সহায়তায় তাকে প্রথমে পিরোজপুর সদর হাসপাতালে ভর্তি করলে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য রাতেই খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। আহত মামুন পিরোজপুর পৌরসভার পালপাড়া এলাকার মো.শাহ আলম শেখের ছেলে। সে পিরোজপুর পৌর যুবলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও জেলা ছাত্রলীগের সাবেক সহ সভাপতি।
ইন্দুরকানী থানার ওসি মো. কামরুজ্জামান তালুকাদার জানান, কোপাকুপির ঘটনায় আহত ব্যক্তিকে উদ্ধার করে খুলনা মেডেকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।