কুষ্টিয়া প্রতিনিধি:
পঞ্চম ধাপে কুষ্টিয়া সদর উপজেলার ১১ ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। ৫জানুয়ারি অনুষ্ঠিত নির্বাচনে নৌকার মান রেখেছেন গোস্বামী দুর্গাপুর ইউনিয়নবাসী, অন্য দশ ইউপিতে নৌকা পরাজিত হয়েছে। এমনকি ৩টি ইউপিতে নৌকার প্রার্থীরা জামানত হারাচ্ছে। গোস্বামী দুর্গাপুর ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত (নৌকা প্রতীক) সদর উপজেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক লাল্টু রহমান চেয়ারম্যান পদপ্রার্থী ছিলেন। তিনি নৌকা প্রতীকে ৯৪০৩ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী ছিলো আরো দুই জন, তারা হলেন মোল্লা জাফর আনারস প্রতীক (২১২৯) ও নুরুল ইসলাম চশমা প্রতীক (১৪৭৫)। লাল্টু রহমান বিজয়ী হওয়ায় বিভিন্ন মহল তাকে অভিনন্দন জানিয়েছেন। এদিকে ৬ জানুয়ারি নবনির্বাচিত চেয়ারম্যান লাল্টু তার নিজ এলাকার মানুষের সাথে নিয়ে কুষ্টিয়া সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান ও শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান আতা কে ফুলেল শুভেচ্ছা জানান।