গৌরনদী (বরিশাল) প্রতিনিধি \
বরিশালের গৌরনদী উপজেলার মাহিলাড়া ইউনিয়ন পরিষদের অপরাজিত প্রকল্প সহ ইউনিয়নের বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করেছেন সুইজারল্যান্ডের এম্বাসেডর প্রতিনিধি লুবনা সাবিনা। মঙ্গলবার সকালে পরিদর্শনকালে ইউপি ভবনে তাকে ফুলের শুভেচ্ছা জানান জাতীয় পুরস্কারপ্রাপ্ত মাহিলাড়া ইউপি চেয়ারম্যান সৈকত গুহ পিকলু। এসময় অন্যান্যদের মধ্যে রুপান্তরের নির্বাহী পরিচালক রফিকুল ইসলাম খোকন, পরিচালক হেলবেটাস প্রতিনিধি প্রশান্ত ত্রিপুরা (অপরাজিতা প্রকল্পের), ডেমোক্রসি ওয়াচ রংপুর বিভাগের নির্বাহী পরিচালক ওয়াজেদ ফিরোজ, প্রিপ ট্রাস্ট সিলেটের প্রোগ্রাম সমন্বয়কারী শেফালী বেগম, খান ফাউন্ডেশনের প্রোগ্রাম সমন্বয়কারী ওমর খৈয়ম, ইউপি সচিব সৌরভ ভট্টাচার্য্য সহ ইউপি’র সকল সদস্য-সদস্যারা উপস্থিত ছিলেন।