নিজস্ব প্রতিবেদক :
আইন সহায়তা কেন্দ্র (আসক) ফাউন্ডেশনের এবছরের মাগুরা জেলা জোনাল কমিটি গঠন করা হয়েছে। মঙ্গলবার (১৯ মার্চ) ৭জন উপদেষ্টা ও বাইশ জন সদস্যের সমন্বয়ে গঠন করা হয়েছে এই কমিটি। এতে মো. সেলিম রেজাকে সভাপতি, হারুন অর রশিদ সহ-সভাপতি ও মো. আব্দুর রকিবকে সাধারণ সম্পাদক করে কমিটি ঘোষণা করা হয়েছে।
সংগঠনের সহ-সভাপতি হারুণ অর রশিদ জানায়, সরকার অনুমোদিত আন্তজারতিক মানবাধিকার বাস্তবায়নে দীর্ঘদিন ধরে আসক ফাউন্ডেশন ভূমিকা রাখছে। মাগুরার শোষিত নির্যাতিত মানুষের আইনি সহায়তার পাশাপাশি মানুষের অধিকার প্রতিষ্ঠায় কাজ করবে এই কমিটি। আসকের সকল সদস্যরা নিষ্ঠার সঙ্গে কাজ করবে বলেও জানান তিনি।
সংগঠনের তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক এমডি.মতিন রহমান বলেন, আসক সবসময়ই সত্যের পক্ষে কাজ করে আসছে। বর্তমান কমিটিকে নিয়ে মাগুরা জেলার মানুষের সেবায় নিয়োজিত থাকবে।
উক্ত সংগঠনে উপদেষ্টা কমিটিতে রয়েছেন এনামুল হক হিরক, এ্যাডভোকেট সাজিদুর রহমান সংগ্রাম সহ আরো অনেকে। অনুমোদিত কমিটির তালিকা কেন্দ্রীয় নির্বাহী সম্পাদকের হাতে তুলে দেন মাগুরা জেলা কমিটির সহ সভাপতি হারুণ অর রশিদ।
প্রধান কার্যালয়ঃ ২৯ চামেলীবাগ, শান্তিনগর (টুইন টাওয়ারের পাশে) ঢাকা-১০০০।
শাখা কার্যালয়ঃ কালী মন্দির কমপ্লেক্স, বটতলা, কাউরিয়া বন্দর, হিজলা, বরিশাল।
যোগাযোগঃ ০১৭৫৭-৮০৭৩৮৫
E-mail: prothomkontho7@gmail.com
prothomkonthonews@gmail.com
© All rights reserved © Dailyprothomkontho.com Web Design by: SuperSoftIT.com