সঞ্জয় গুহ, মেহেন্দিগঞ্জঃ
আজ শনিবার বিকেলে সরকারি পাতারহাট রসিক চন্দ্র মহাবিদ্যালয়ের মাঠে উপজেলা ক্রীড়া সংস্থা আয়োজিত শহীদ মানিক স্মৃতি গোল্ডকাপ ফুটবল টর্ণামেন্টের ফাইনাল খেলায় প্রধান অতিথি বরিশাল-৪ আসনের সংসদ সদস্য পংকজ নাথ তার বক্তব্যে বলেন, আমরা ক্রীড়া চর্চার মধ্যেদিয়ে সুস্থ দেহ সুস্থ মন গড়তে চাই। সকল ষড়যন্ত্র মোকাবেলা করে শেখ হাসিনার নেতৃত্বে দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশের প্রতি মমতা ও ভালোবাসা রয়েছে। ক্ষমতার জন্য আওয়ামী লীগ জন্ম-গ্রহন করেনি। শোষণহীন সমাজ গড়ার জন্য আওয়ামী লীগের জন্ম হয়েছে। এসময় সাংসদ সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কাজের কথা তুলে ধরেন এবং সুন্দর আয়োজনের জন্য ক্রীড়া সংস্থা, দর্শক, খেলোয়াড় সহ সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান। ফাইনাল খেলায় কালিকাপুর একাদশকে ২-১ গোলে হারিয়ে চরহোগলা লাল একাদশ চ্যাম্পিয়ন হয়। চ্যাম্পিয়ন ও রানার আপ দলের হাতে ট্রপি তুলে দেন অতিথিবৃন্দ। এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা ক্রীড়া সংস্থার সভাপতি মোঃ নুরুননবী, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও ভাইস চেয়ারম্যান খোরশেদ আলম ভুলু, সরকারি পাতারহাট রসিক চন্দ্র মহাবিদ্যালয়ের অধ্যক্ষ মোঃ মাহাবুবুল হক, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শহিদ শাহ, সুভাষ চন্দ্র সরকার, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক শাহাবুদ্দিন হিমু, যুগ্ন সম্পাদক বাদল কৃষ্ণ পাল, বিভিন্ন ইউপি চেয়ারম্যান, কাউন্সিলর, ইউপি সদস্য, শিক্ষকবৃন্দ সহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।