মাইনুল ইসলাম রাজু আমতলী (বরগুনা) প্রতিনিধি।
বরগুনার আমতলীর বকুলনেছা মহিলা ডিগ্রি কলেজের এডহক কমিটির সভাপতি গোলাম সরোয়ার টুকু ও অধ্যক্ষ মোঃ ফোরকান মিয়ার যৌথ স্বাক্ষরে শিক্ষক কর্মচারীদের বেতন-ভাতা উত্তোলনের আদেশ দিয়ে মামলাটি নিষ্পত্তি করে দিয়েছেন মহামান্য সুপ্রিম কোর্টের আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চ। গত বছরের ২৯ নভেম্বর কলেজ অধ্যক্ষ মোঃ ফোরকান মিয়া ও উপজেলা নির্বাহী অফিসারের স্বাক্ষরে ওই কলেজের শিক্ষক কর্মচারীদের বেতন-ভাতা চেয়ে হাইকোর্টে একটি রিট পিটিশন দায়ের করেন। হাইকোর্টের বিচারপতি উপজেলা নির্বাহী অফিসার এবং কলেজ অধ্যক্ষের স্বাক্ষরে শিক্ষক- কর্মচারীদের বেতন-ভাতা প্রদানের নির্দেশ দেয়। ওই আদেশের বিরুদ্ধে এডহক কমিটির সভাপতি সুপ্রিম কোর্টে আপিল করেন। গত সোমবার ৩রা জানুয়ারী ২০২২ প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী নেতৃত্বে বিচারপতি মোঃ নুরুজ্জামান ও বিচারপতি ওবায়দুল হাসানের সমন্বয়ে গঠিত পূর্নাঙ্গ বেঞ্চে শুনানী শেষে পূর্বের দেয়া হাইকোর্টের আদেশ বাতিল করে শিক্ষক কর্মচারীদের বেতন- ভাতা এডহক কমিটির সভাপতি ও কলেজে অধ্যক্ষকে পরিচালনা করার নির্দেশনা দিয়ে মামলাটি নিষ্পত্তি করে দেয়। একই সাথে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চ আমতলী বকুলনেছা মহিলা ডিগ্রি কলেজ পরিচালনার জন্য আগামী ২২ ফেব্রুয়ারী ২০২২ তারিখের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করার আদেশও প্রদান করেন।