মাইনুল ইসলাম রাজু
আমতলী (বরগুনা) প্রতিনিধি।
শুক্রবার রাতে বরগুনার আমতলী পৌরশহরের আমতলী- কুয়াকাটা আঞ্চলিক মহাসড়কের আমতলী চৌরাস্তা এলাকায় এক ভয়াবহ অগ্নিকান্ডে ৮টি দোকান পুরে ছাই হয়ে যায়। রবিবার সকাল ১১ টায় ওই ঘটনাস্থল পরিদর্শন করেছেন আমতলী পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ মতিয়ার রহমান, আমতলী উপজেলা পরিষদের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) মোঃ মজিবুর রহমান এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা একেএম আবদুল্লা বিন রশিদ। এসময় তারা অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সাথে কথা বলেন এবং তাদের সহায়তার আশ্বাস দেন।
আমতলী পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ মতিয়ার রহমান বলেন, অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্তদের পৌরসভার পক্ষ থেকে ইতোমধ্যে ২ বস্তা করে চাল প্রদান করা হয়েছে এবং আবেদনের পর তাদেরকে আরো সহায়তা প্রদান করা হবে।
উপজেলা পরিষদের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) মোঃ মজিবুর রহমান বলেন, অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্তদের সরকারীভাবে উপজেলা পরিষদের তহবিল থেকে যথাসাধ্য সহায়তা প্রদান করা হবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা একেএম আবদুল্লা বিন রশিদ বলেন, অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্তদের তালিকা করে তাদের টিন এবং জেলা প্রশাসনের পক্ষ থেকে আর্থিকভাবে সহায়তা করা হবে।
অগ্নিকান্ডের ঘটনাস্থল পরিদর্শনের সময় আরো উপস্থিত ছিলেন, সাবেক মেয়র মোঃ নাজমুল আহসান নাননু, জেলা পরিষদের সদস্য আবুল বাশার নয়ন, কাউন্সিলর মোয়াজ্জেম হোসেন ফরহাদ, সাংবাদিক জাকির হোসেন মোল্লা, হায়াতুজ্জামান মিরাজ ও অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত দোকান মালিকরা